অতিরিক্ত যানবাহনের কারণে, নাকাল বিভাগীয় শহর– ময়মনসিংহ। এতে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘন্টা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এই শহরের যানজটের প্রসঙ্গ উঠে আসায়, চলছে আলোচনা–সমালোচনা।
যানজট নিয়ে বিশ্বের ১৫২টি দেশের ১২শ‘র বেশি শহর নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্র–ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ সেন্টার। এতে ২০টি ধীরগতির শহরের মধ্যে ময়মনসিংহের অবস্থান নবম।
ময়মনসিংহ শহরে প্রায় ৩০ হাজার ইজিবাইক ও তিন চাকার অটোরিকশা চলাচল করে। এসব যানের কারণেই মূলত জটের সৃষ্টি হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিভিন্ন উদ্যোগের কারণে যানজট আগের তুলনায় অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে বলে দাবি প্রশাসনের। এই সমস্যা সমাধানে সব দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে বলে মনে করেন সিটি মেয়র।
অতিরিক্ত যানবাহনের কারণে ময়মনসিহং শহরের অলিগলিতেও সৃষ্টি হচ্ছে যানজট।
আল / দীপ্ত সংবাদ