মিনি কক্সবাজার নামে খ্যাত নাটোরের নলডাঙ্গার হালতির বিলে ওয়াসিস রেষ্টুরেন্টের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২ টায় পিপরুল ইউনিয়নের পাটুল খোলা বাড়িয়া হালতির বিলে ৪৯ শতাংশ জায়গার উপর নির্মিত ওয়েসিস রেষ্টুরেন্টের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নাটোর–নলডাঙ্গা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শুকুর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাটুলে হালতির বিল মিনি কক্সবাজার নামে খ্যাত। এখানে বর্ষা মৌসুমে দূর দূরান্ত থেকে অনেক নারী–পুরুষ–শিশু এই মিনি কক্সবাজারে সৌন্দর্য্য উপভোগ করতে আসে। কিন্তু এখানে কোন ভালো মানের রেষ্টুরেন্ট না থাকার কারনে অনেকে সমস্যায় পড়ে যায়। ভালো মানের কোন রেষ্টুরেন্ট থাকলে অনেক পর্যটকের আগমন ঘটত এখানে। এই রেষ্টুরেন্ট স্থাপনের ফলে পর্যটকদের আর কোন সমস্যা থাকবে না।
যূথী/দীপ্ত সংবাদ