কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও সি. আই. পি, সাবেক সংসদ সদস্য, আমৃত্যু বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বারব আল–মামুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লা, তথ্য গবেষনা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ– সভপতি বাবুল হোসেন সাগর, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল/দীপ্ত সংবাদ