কুড়িগ্রামে ৩৫ বছর পর অনুষ্ঠিত হল গরু দিয়ে মইটানা প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে জড়ো হয় হাজারো দর্শক। ফসল কাটার পর সমতল জমিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।
ফসলের জমি প্রস্তুতের জন্য একটি মইয়ে দুটি গরুর বেঁধে চাষ করা হয়। কিন্ত মইটানা খেলায় একটি মইয়ে ৪টি গরু বেঁধে দুইজন রাখাল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। দীর্ঘ ৩৫ বছর পর হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মইটানা খেলার আয়োজন করা হয় কুড়িগ্রাম সদরের সোনালীর কুটি গ্রামে। দু-দিন ব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর ও বৃহত্তর ময়মনসিংহ জেলার ১০টি দল। ব্যতিক্রমী এই খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারও মানুষ জড়ো হয়।
হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে গরু এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি করে উন্নত জাতের ছাগল।