প্যারিস অলিম্পিকে হারের মধ্য দিয়ে টেনিস ক্যারিয়ারের ইতি টানলেন অ্যান্ডি মারে।
ব্রিটিশ এই টেনিস আইকন সতীর্থ ড্যানি ইভান্সের সঙ্গে ডাবলসে কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিট্জ ও টমি পলের কাছে হেরেছেন ৬–২ ও ৬–৪ সেটে।
টেনিসে তিন গ্র্যান্ড স্লামজয়ী ৩৭ বছর বয়সী এই ব্রিটিশ টেনিস কিংবদন্তি তারকা, ২০১২ লন্ডন অলিম্পি এবং ২০১৬ সালে রিওতে সোনা জেতেন।
ক্যারিয়ারের শেষটা সোনালি সময়ের মতো স্বর্ণে মোড়ানো হয়নি উল্লেখ করে অ্যান্ডি বলেন, ‘স্বর্ণ জিততে পারলে নিশ্চয় ভালো হতো। আমার পা ঠিক মতো কাজ করছিল না। আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না। এটা বাড়লে নার্ভের ওপর চাপ পড়ত। জরুরি অবস্থায় সৃষ্টি হয়ে যেতে পারত। সব যখন জানিই, তখন শেষ টেনে দেওয়ার এটাই ভালো সময়।
মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ