প্রথমার্ধে একাধিক গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও রক্ষণের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। এতে টানা দ্বিতীয় হারের শঙ্কা জাগছিল সমর্থকদের মনে। কিন্তু দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে এলেন দলে ফেরা শেখ মোরসালিন। তার দুর্দান্ত গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) কিংস অ্যারেনায় আগের ম্যাচে ৭–০ গোলে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ নেমেছিল ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে।
ম্যাচের শুরুতেই বাংলাদেশকে চেপে ধরেছিল লেবাননের খেলোয়াড়রা। প্রথম ১১ মিনিটে সেই চাপ কাটিয়ে ওঠে তারেক–জামালরা। লেবাননের আক্রমণাত্মক ফুটবল সামলাতে শুরুতে রক্ষণে মনোযোগী ছিল বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি হাসান মাতুক, করিম দারউইচরা। ধীরে ধীরে গুছিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে জামালের কর্নারে বিশ্বনাথ ঘোষের দুর্বল হেড সরাসরি জমে যায় গোলরক্ষকের গ্লাভসে। এরপর গোর শূন্যে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে লেবানন বেশ কয়েকবার আক্রমণে উঠে। মিতুলের পর কাবরেরা তুলে নেন জামালকেও। তার পরিবর্তে মাঠে নামান রবিউলকে। খাপ ছাড়া বাংলাদেশকে পেয়ে ৬৭ মিনিটে গোল করে বসেন লেবাননের ওসমান। জটলার মধ্যে বল বাঁচাতে বদলি গোলরক্ষক শ্রাবণ ক্লিয়ার করতে গিয়ে পারেননি। খালি পোস্টে গোল করার সুযোগ হাতছাড়া করেননি ওসমান।
এরপরই গোল হজম করার পাঁচ মিনিট পরই উল্লাসে ভাসে বাংলাদেশ। ডি বক্সের ডান দিকে বল পেয়ে কোনাকুনি নিখুঁত এক শটে বল জালে জড়িয়ে দেন চমক দেখান দেশের ফুটবলের তরুণ এবং প্রতিভাবান ফুটবলার শেখ মোরসালিন। ১–১ গোলে সমতা আনে বাংলাদেশ। শেষ পর্যন্ত শক্তিশালী লেবাননকে রুখে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামালের দল।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ