বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।
সোমবার (১২ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, ‘উনি পদত্যাগপত্র দিয়েছেন।’ কারণ কী উল্লেখ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে’ ও ‘উদ্ভুত পরিস্থিতিতে’ পদত্যাগ করেছেন।
দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ