বাঙালির প্রতিটি উৎসব ও জীবনাচারের সঙ্গে মিশে আছে নৃত্য। কিন্তু নৃত্যশিল্প কাংখিত অবস্থায় নেই। তাই একে পেশা হিসেবে নেওয়ার সুযোগও সীমিত। নৃত্যশিল্পের উন্নয়ন ও প্রসারে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতার আহবান এর সঙ্গে জড়িতদের।
নৃত্য, শিল্পীদের মনোজাগতিক প্রকাশভঙ্গি। শরীর, ছন্দ, আত্মা, মন, সংগীত—এসবকে একসঙ্গে নান্দনিকভাবে একীভূত করে নৃত্য।
আগের তুলনায় বর্তমানে নৃত্য চর্চার সুযোগ অনেক। শিল্পটিকে পেশা হিসেবেও নিয়েছেন অনেকে। কিন্তু চাহিদার তুলনায় সেটা খুবই কম। নাচ থেকে অর্থ আয় বেশ চ্যালেঞ্জ মনে করেন শিল্পীরা।
দেশব্যাপী ছোট ও বড় পরিসরে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন নাচের প্রশিক্ষণ দিচ্ছে। নানা বাধা পেরিয়ে শিল্পটিকে এগিয়ে নিতে কাজ করছেন অনেকে। সব চ্যালেঞ্জ উপেক্ষা করে তরুণ প্রজন্মের অনেকে নিয়মিত চালিয়ে যাচ্ছে নৃত্যচর্চা।
বিশ্বব্যাপী নৃত্যশিল্প জাতির শিল্পরুচির প্রধান বাহক হিসেবে কাজ করছে। এ জন্য নৃত্যের শক্তি ও সৌন্দর্য মানুষের কাছে প্রচার ও চর্চার পথ আরো সুগম হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আল/ দীপ্ত সংবাদ