২১৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার (১০ আগস্ট) বিকালে পদত্যাগের বিষয়টি উপাচার্য নিজেই নিশ্চিত করেন।
তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে আমার পদ থেকে পদত্যাগ করছি। আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
উল্লেখ্য, ২০২১ সালের ২১ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য হিসাবে যোগদান করেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসএ/দীপ্ত সংবাদ