রাজশাহীতে লুটকৃত মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনী। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিক থেকে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।
উদ্ধার করা হয় রাজশাহীর হাইটেক পার্ক থেকে লুটকৃত দামি, চেয়ার–টেবিলসহ বিভিন্ন মালামাল। এময় নগরীর শ্রীরামপুর, ভেড়িপাড়া এলাকা হতে বেশকিছু মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেজর মোবাশ্বির হোসেন খান বলেন, আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। কিছু মালামাল উদ্ধার করেছি। এরই মধ্যে ৩০ শতাংশ লুটপাটের মালামাল উদ্ধার হয়েছে। এসব স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। এই অভিযান চলবে।
আল/ দীপ্ত সংবাদ