ভোলায় গরু ও সেচ পাম্পের মেশিন চুরির অপবাদ দিয়ে মো. আবু তাহের (২৩) নামের এক যুবককে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটলেও ৪ দিন পর বুধবার (২২ ফেব্রুয়ারি) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
ভিডিওটি ভাইরাল হলে বুধবার রাতেই পুলিশ এ ঘটনার সাথে জড়িত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম খালাসি তিন জনকে আটক করে।
নির্যাতনে শিকার আবু তাহের বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফেনুয়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে স্বজনরা গিয়ে ৩ হাজার টাকা ও মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন আবু তাহেরকে।
এই বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার রাতে অভিযুক্ত ইউপি সদস্যসহ ২ জনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এফএম/দীপ্ত সংবাদ