নতুন বছরে ৩৪ কোটি বই পাবে শিক্ষার্থীরা। ২০২৩ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছে দিতে আশাবাদী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।
২০১০ সাল থেকে বছরের প্রথম দিন ‘উৎসবের’ মাধ্যমে নতুন পাঠ্যবই বিতরণ করে আসছে সরকার। কিন্তু ডলার সমস্যা, পাল্প আমদানিতে জটিলতা, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ছাপাখানার কাজে বিলম্বসহ নানা জটিলতায় ২০২৩ সালের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাবে কি-না, তা নিয়ে আছে শঙ্কা। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি আছে আরও দেড় মাস। এনসিটিবি বলছে, যথাসময়েই বই পাবে শিক্ষার্থীরা।
নতুন বছরে মোট ৩৪ কোটি বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রাথমিক স্তরে ৯ কোটি ৯২ লাখ ৮৩ হাজার, মাধ্যমিক স্তরে ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮ এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষায় লেখা বই ২ লাখ ১২ হাজার ১৭৭টি।
অভিযোগ উঠেছে, কাগজের দাম বেড়ে যাওয়ার অজুহাতে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপার পাঁয়তারা করছেন মুদ্রণকারীদের কেউ কেউ। তাই মান নিয়ে কঠোর অবস্থানে এনসিটিবি। এনসিটিবি বলছে, অন্যান্য বছরের মতো এবারও ৩০ নভেম্বরের মধ্যে শতকরা ৫০ ভাগ বই ছাপার কাজ শেষ হবে। এরইমধ্যে উপজেলা পর্যায়ে বই পাঠানোর কাজ শুরু করা হয়েছে।