সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে আবার রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা চালু করেছে টুইটার। টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক।
টুইটারের আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিকে সাবস্ক্রিপশন সুবিধা যোগ করার সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা চালু করল টুইটার।
We believe that cause-based advertising can facilitate public conversation around important topics. Today, we’re relaxing our ads policy for cause-based ads in the US. We also plan to expand the political advertising we permit in the coming weeks.
— Twitter Safety (@TwitterSafety) January 3, 2023
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২০১৯ সালের নভেম্বর মাসে টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা বন্ধ করা হয়। টুইটারের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসি দাবি করেছিলেন, রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভোটারদের প্রভাবিত করে।
স্থানীয় সময় বুধবার ‘টুইটার সেফটি’ থেকে এক টুইটে বলা হয়, আমরা বিশ্বাস করি, ‘বিভিন্ন ‘কারণভিত্তিক’ বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনসাধারণকে আলোচনার সুযোগ করে দেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা আজ ‘কারণভিত্তিক’ বিজ্ঞাপনের জন্য আমাদের বিজ্ঞাপন নীতি শিথিল করছি। আমরা আগামী সপ্তাহগুলোতে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো প্রসারিত করার পরিকল্পনা করছি।’