২০
দশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকার বনসাই মিলছে নারায়ণগঞ্জের একটি ছাদবাগানে। তবে তা বিক্রির জন্য নয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিমাইকাসারী এলাকায় পাঁচ তলা এই বাড়ির ছাদে বাগান করেছেন চিকিৎসক দম্পতি মাহফুজা আক্তার এলিজা ও ফয়েজ আহমেদ।
২০১৫ সালে সন্তানদের গাছের সঙ্গে পরিচয় করাতে এই আয়োজনের শুরু।
এতে শোভা পাচ্ছে– ছাতিম, হিজল, তমাল, অশোকসহ অনেক ধরনে গাছ।এই দম্পতির বাগানে প্রতিদিন মানুষ ভিড় করেন। তাদেরকে দেখে আশপাশের লোকজন ছাদ বাগানের প্রতি উৎসাহিত হচ্ছেন।
ছাদবাগান পরিবেশ সুরক্ষার পাশাপাশি, অনেকে এর থেকে বাড়তি আয় করছেন।
এসএ/দীপ্ত নিউজ