চলতি বছর আগস্টে নদ–নদীর একটি খসড়া তালিকা প্রকাশ করে, জাতীয় নদী রক্ষা কমিশন। তালিকা অনুযায়ী এই সংখ্যাটি ৯০৭। তবে এই সংখ্যা নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক।
পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এই তালিকার প্রক্রিয়ায় সব অংশীদারদের সম্পৃক্ত করা হয়নি। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস।
দেশে সবচেয়ে বেশি নদ–নদী আছে সিলেট বিভাগে ১৫৭টি । আর দীর্ঘতম নদী ইছামতী।
সংগঠনগুলো আরও বলছে, গ্রহণযোগ্য তালিকা করার জন্য সব স্টেকহোল্ডারদের যুক্ত কোরে, যাচাই–বাছাইয়ের পর নাম প্রকাশ করা উচিত। তা না হলে বাদ পড়া নদীগুলো দখলদারদের অধীনে চলে যাতে পারে।
পরবর্তীতে সারাদেশের উপ–নদী, খাল ও বিলের তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
এসএ/দীপ্ত নিউজ