ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার একদল তরুণ আজ সোমবার বিকেলে দু:স্থ অসহায় ১৫০ জন মানুষের মধ্যে প্রতিকী এক টাকা মূল্যে ১ হাজার ২৫০ টাকা দামের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
জেলা শহরের স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে একটি অস্থায়ী বাজার স্থাপন করে এসব সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ ব্যানারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়হাম রহমান এবং বক্তব্য রাখেন মুসাভভির রহমান রিদিম। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই এক টাকার বাজারে যেসব সামগ্রী দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় তার মধ্যে রয়েছে একটি মুরগী, চিকন চাল, সয়াবিন তেল, বুট ডাল, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, সুজি, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, রসুন, ঝিঙা, মরিচ, লেবু, বেগুন, পাট শাক, সাবানসহ একটি ব্যাগ। গত কয়েক বছর ধরে এই সংগঠনের নামে গাইবান্ধায় ঈদের আগে অস্থায়ী দোকানের মাধ্যমে নামমাত্র মূল্যে গরীব দু:স্থ অসহায় মানুষের মধ্যে এধরণের খাদ্র সামগ্রী বিতরণ করে আসছে এই সংগঠনের সদস্যরা।
আল/দীপ্ত সংবাদ